ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বামীর কাঁধে হাত রেখে বসেছিলেন বাইকে, পিকআপের ধাক্কায় গেল প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
স্বামীর কাঁধে হাত রেখে বসেছিলেন বাইকে, পিকআপের ধাক্কায় গেল প্রাণ -ফাইল ছবি

ঢাকা: রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় নূরজাহান বেগম (৩২) এক নারী মারা গেছেন। তিনি স্বামীর কাঁধে হাত রেখে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি  ধানমণ্ডি এলাকায় একটি অফিসে চাকরি করতেন।

নূরজাহান বেগমের স্বামী তারাজুল ইসলাম রাজুর বাড়ি লালমনিরহাট আদিতমারী উপজেলায়। বর্তমানে হাজারীবাগ সালাম সরদার রোড এলাকায় থাকতেন। দুই সন্তানের জননী ছিলেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সময় বেড়বাঁধ দিয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন নুরজাহান বেগম। এ সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মারা যান তিনি। তার স্বামী সামান্য আহত হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পরই পিকআপ ভ্যানটি জব্দ করে চালককে আটক করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।