ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন: প্রচার চালালেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন: প্রচার চালালেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা

ব্রাহ্মণবাড়িয়া: আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ- সরাইল) আসনে উপ-নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

এবার দল মনোনিত প্রার্থীর পক্ষে প্রচারে শামিল হলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা।  

সোমবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ খান ভাসানীর পক্ষের প্রচার চালিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।  

তারা আশুগঞ্জের বিভিন্ন স্থানে গণসংযোগ চালান ও কর্মী সভাবেশ করেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লাঙ্গল প্রতীকে আব্দুল হামিদ খান ভাসানীর পক্ষে ভোট চান তারা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সুবুর, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির নাসির আহমেদ-সহ দলীয় নেতাকর্মীরা।

প্রচার শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সুবুর জানান, লাঙ্গলের পক্ষে যে গণজোয়ার উঠেছে তাকে উৎসাহ দিতে আমরা এসেছি। বর্তমান দেশের পেক্ষাপটে লাঙ্গলের ভোট অনেক বেড়েছে। সরাইল-আশুগঞ্জে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। আমরা বিশ্বাস করি অবাধ ও সুষ্ঠ নির্বাচন হবে জাতীয় পার্টির প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।