ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু হত্যার পর উল্লাস নৃত্য করেছিল ফখরুলের পরিবার: নৌ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
বঙ্গবন্ধু হত্যার পর উল্লাস নৃত্য করেছিল ফখরুলের পরিবার: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

দিনাজপুর: ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবার উল্লাস করেছিল বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে আশ্রয়ণ প্রকল্প-২  টাস্ক ফোর্স কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের বাবা একজন কুখ্যাত রাজাকার ছিল। ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তারা উল্লাস নৃত্য করেছিল। বাংলাদেশ যখন এগিয়ে যায়, তখন মির্জা ফখরুলদের গাত্রদাহ শুরু হয়। এদের দায়িত্বই হচ্ছে দেশকে পিছিয়ে দেওয়া।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ নৌকায় ভোট দিয়েছিলে বলেই আজকের এই উন্নয়ন সম্ভব হচ্ছে। বিশ্ব ব্যাংক আজ বাংলাদেশের উন্নতি দেখে প্রশংসা করছে। আগামীতে বাংলাদেশের উন্নয়নে তারা আর্থিক সহায়তা অব্যাহত রাখবে বলে কথা দিয়েছে। যারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে, হাওয়া ভবন তৈরি করেছে, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুস্তাফিজুর রহমান বাবু, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার নয়টি প্রকল্পে প্রায় ১১শ উপকারভোগীর মাঝে আর্থিক অনুদান, বাইসাইকেলসহ  আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।