ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লিফটে আটকে পড়া ১৫ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
লিফটে আটকে পড়া ১৫ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি বেসরকারি হাসপাতালের লিফটে প্রসূতি, নারী ও শিশুসহ ১৫ জন আটকে পড়ার ঘটনা ঘটেছে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার বাইশমাইল এলাকায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আরিফ হোসেন বলেন, আমার বোনের জরুরি সিজারের জন্য দুপুর ১২টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে যাই। তখন তারা লিফটে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য বলেন। তারপর বোন ও তিন-চারজন শিশুসহ ১৫ জন লিফটে উঠি। লিফট চালু হয়ে তিন-চার হাত উপরে উঠতেই আটকে যায়। তখন অ্যালার্ম বাজিয়ে ও অনেক ডাকাডাকি করলেও হাসাপাতালের কেউ আসেনি। এ সময় লিফটে থাকা সবাই আতঙ্কিত হয়ে কান্নাকাটি করছিলো। আমি দ্রুত ৯৯৯ এ কল করলে ফায়ার সার্ভিস এসে আমাদের উদ্ধার করে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, জরুরি সেবা নম্বরে এক যুবক ফোন করে লিফটে আটকে পড়ার কথা জানায়। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় লিফট কেটে তাদের উদ্ধার করি।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এসএফ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।