ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জেল থেকে বেরিয়ে দুধ দিয়ে গোসল করলেন চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
জেল থেকে বেরিয়ে দুধ দিয়ে গোসল করলেন চেয়ারম্যান

টাঙ্গাইল: কারাগার থে‌কে মুক্ত হ‌য়ে দুধ দি‌য়ে গোসল ক‌রে‌ছেন টাঙ্গাইল ঘাটাইলের সাগর‌দিঘী ইউ‌পি চেয়ারম‌্যান হেকমত সিকদার। তি‌নি ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে স‌হিংসতায় নিহত বিএন‌পি নেতা আব্দুল মা‌লেক হত‌্যা মামলায় কারাগা‌রে ছি‌লেন।

মঙ্গলবার (২৪ জানুয়া‌রি) দুপু‌রে কারাগার থে‌কে মুক্ত হ‌য়ে সাগর‌দিঘীতে তার গ্রা‌মের বা‌ড়ি‌তে দুধ দি‌য়ে গোসল ক‌রেন।

এর আগে চেয়ারম‌্যান হেকমত সিকদার তার লোকজন নি‌য়ে সাগর‌দিঘী বাজা‌রে আনন্দ মি‌ছিল ক‌রেছিলেন।

সাগর‌দিঘী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান হেকমত সিকদার ব‌লেন, আমার প‌রিবা‌রের কেউ জেল খা‌টে‌নি। আমিই প্রথম কারাগারে থে‌কে‌ছি। তাই বা‌ড়ি‌তে আসার পর প‌রিবা‌রের লোকজন দুধ দি‌য়ে গোসল ক‌রে প‌বিত্র হতে বলেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ মার্চ ঘাটাইলের সাগরদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাত ৩টার দিকে গুলিতে আব্দুল মালেক (৪৫) নামে বিএন‌পির এক নেতা নিহত হন। তিনি গুপ্তবৃন্দাবন গ্রামের বাসিন্দা নেছার উদ্দিনের ছেলে। পরদিন ২৯ মার্চ গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

এ ঘটনায় চেয়ারম‌্যানকে অভিযুক্ত ক‌রে মামলা ক‌রেন নিহতের প‌রিবার। পরে চেয়ারম‌্যান হেকমত সিকদার‌কে গত ১ জানুয়া‌রি গ্রেফতার ক‌রে আদাল‌তে পাঠায় ক্রিমিনাল ইনভেস্টেগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।