ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মোল্লাহাটে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
মোল্লাহাটে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১১

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো. রুবেল (২৫) নামে এক যুবক নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের সরকারি পুকুরপাড় এলাকায় বাগেরহাটগামী ফাল্গুনি পরিবহন ও গোপালগঞ্জগামী রুপসী পরিবহনের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

 

এতে দুই বাসের ১২ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গুরুতর আহত রুবেলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাস দুটি জব্দ করেছে পুলিশ।

নিহত মো. রুবেল নাটোরের লালপুর উপজেলার উদানপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি বাগেরহাটে একটি এনজিওতে চাকুরিরত ছিলেন। তবে এনজিওটির নাম জানাতে পারেনি পুলিশ।

কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রেজা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা বাস দুটি জব্দ করেছি। মরদেহ পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। বৈধ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে। আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।