ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির আধুনিকায়নে সহায়তার আশ্বাস মায়ামি মেয়রের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
ডিএনসিসির আধুনিকায়নে সহায়তার আশ্বাস মায়ামি মেয়রের

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) আধুনিকায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ফ্লোরিডার মায়ামি ডেড কাউন্টির মেয়র ড্যানিলিয়া লিভাইন কাভা। বিশেষ করে মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলায় মায়ামি সবধরনের সহায়তা করবে বলেও জানিয়েছেন মেয়র ড্যানিলিয়া।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের কমার্শিয়াল ল ডেভলপমেন্ট প্রোগ্রাম (সিএলডিপি) এর আমন্ত্রণে ও অর্থায়নে ডিএনসিসির ১০ দিনের প্রশিক্ষণের সমাপনী দিনে মঙ্গলবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, নগর ব্যবস্থাপনায় মায়ামির অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ডিএনসিসি স্মার্ট সিটির ভিশনে পৌঁছাতে বেগ পেতে হবে না।  

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাতে পেরে খুশি মায়ামি ডেড কাউন্টির মেয়র ড্যানিলিয়া লিভাইন কাভা।  

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন যদি কোনো সহযোগিতা চায় আমরা তা দিতে প্রস্তুত। প্রয়োজনে বিশেষজ্ঞ প্রতিনিধি পাঠিয়ে ঢাকাকে স্মার্ট সিটি রূপান্তরে সহায়তার করা হবে।


মায়ামি ডেড কাউন্টির মেয়র বলেন, বাংলাদেশ প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাতে পেরে আমি খুশি। আমি সত্যিই খুশি ও গর্বিত। গত কয়েক দিনে‌ আমাদের কিছু বিশেষজ্ঞ বিভিন্ন বিষয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করেছেন। অলিখিতভাবে অনেকগুলো বিষয়ে আমরা সহযোগিতা করতে পেরেছি। আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। যেগুলো বাংলাদেশের প্রতিনিধি দলকে দেখানো হয়েছে। ডিএনসিসিকে যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত।

মেয়র আতিকুল ইসলাম বলেন, মায়ামি ডেড কাউন্টির মেয়রকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছি। মিয়ামি ডেড কাউন্টির অভিজ্ঞতা ডিএনসিসিতে বাস্তবায়ন করতে চাই।

তিনি বলেন, ঢাকা থেকে ফ্লোরিডার দূরত্বটা হাজারো মাইল। তবে তাপমাত্রা বৃষ্টিপাত প্রায় একই রকম হওয়ায় ঢাকার এবং ফ্লোরিডার মায়ামির আবহাওয়ার খুব একটা পার্থক্য নেই। ফলে মায়ামির ভালো উদ্যোগ যেগুলো আমরা দেখলাম সেগুলোর সঠিক বাস্তবায়ন করতে পারলে সত্যিকার অর্থে স্মার্ট নগর গড়ে তোলা সম্ভব।

প্রশিক্ষণ শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলারদের সার্টিফিকেট তুলে দেন মায়ামি ডেড কাউন্টির ডেপুটি মেয়র জিমি মোরালেস ও মেয়র মো. আতিকুল ইসলাম।

এর আগে সিএলডিপির অধীনে চলতি মাসের ১৪ জানুয়ারি ১০ দিনের প্রশিক্ষণে ক্রয় প্রক্রিয়া, হোল্ডিং ট্যাক্স আদায়, হিসাবরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থাপনা, কুইক রেসপন্স টিম, মশক নিধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে কলমে শিক্ষা নিয়েছে ডিএনসিসির প্রতিনিধি দল।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।