ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী

ঝিনাইদহ: বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ১৩তম পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গনে এ পূর্ণমিলনীর আয়োজন করে এক্স ক্যাডেট’স এ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও ঝিনাইদহ ক্যাডেটের প্রাক্তন ছাত্র জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন কলেজ অধ্যক্ষ কর্ণেল এসএস রাজিব ইবনে রেজওয়ান, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তারা এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা।

প্রধান অতিথি বৃক্ষরোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর বর্তমান শিক্ষার্থীরা গার্ড অব অনার প্রদান করেন। পরে কুচকাওয়াজ প্রদর্শন করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

কেক কেটে প্রধান অতিথি এসএম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি কলেজ জীবনের স্মৃতি চারণ ও শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এছাড়া তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।