ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাদবাগানে গাঁজা চাষ, বাবা-ছেলে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
ছাদবাগানে গাঁজা চাষ, বাবা-ছেলে গ্রেফতার ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর ডেমরার পশ্চিম বক্সনগর এলাকার একটি বাড়ির ছাদে অভিযান চালিয়ে দুটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।  

ছাদবাগানে গাঁজা গাছের চাষ করছিলেন বাড়ির মালিক।

 

এ ঘটনায় বাড়ির মালিক আবদুল ওহাব (৬৬) ও তার ছেলে মাহমুদুল হাসানকে (২৯) গ্রেফতার করা হয়েছে।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির ডেমরা জোনের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস।  

তিনি বলেন, অভিযানে বাসার ছাদবাগানে অন্যান্য গাছের সঙ্গে দুটি গাঁজাগাছ পাওয়া গেছে। গাছগুলো চার-পাঁচ মাস আগে লাগানো হয়েছে বলে মনে হয়েছে। তবে তারা গাঁজার গাছ কোথায় পেয়েছেন জানায়নি এখনও। গ্রেফতার বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বাড়ির মালিক আবদুল ওহাব ভাড়াটেদের ছাদে যেতে দিতেন না। গাঁজাগাছের গন্ধের কারণে প্রতিবেশীরা টের পেয়ে পুলিশকে জানায়। গাঁজা গাছ রোপণের জন্য বাবা-ছেলে একে অন্যকে দোষারোপ করছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলে মাহমুদুল হাসান গাছ দুটি রোপণ করেছেন। বাবা আবদুল ওহাব জেনে কিংবা না জেনে নিয়মিত সেই গাছের পরিচর্যা করতেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
পিএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।