ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচন

জামানত হারালেন ১৪ দলের প্রার্থীসহ চারজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
জামানত হারালেন ১৪ দলের প্রার্থীসহ চারজন

ঠাকুরগাঁও: বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল) আসনে উপনির্বাচনে জামানত হারিয়েছেন ১৪ দলের মনোনীত প্রার্থীসহ চারজন।  

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম।

 

নির্বাচন কর্মকর্তা বলেন, উপনির্বাচনে মোট ৩ লাখ ২৬ হাজার ৭৪১ ভোটের মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৫০ হাজার ৩৩৪টি। এতে ৮৪ হাজার ৪৭ ভোটে পেয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ লাঙ্গল প্রতীকে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী অধ্যাক্ষ গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট। আর হাতুড়ি প্রতীকে ১১ হাজার ৩৫৬ ভোট পেয়ে ১৪ দলের মনোনীত প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলী, ২ হাজার ২৫৭ ভোট পেয়ে গোলাপ ফুল প্রতীকে এমদাদুল হক ও ৯৫১ ভোট পেয়ে আম প্রতীকে  ন্যাশনাল পিপলস পার্টির  শাফি আল আসাদ, ১ হাজার ৪১২ ভোট পেয়ে টেলিভিশন প্রতীকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) সিরাজুল ইসলাম জামানত হারিয়েছেন।

জামানত হারানোর বিষয়ে জানতে চাইলে ১৪ দলের মনোনীত প্রার্থী ও জেলা ওয়াকার্স পাটির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী বলেন, এত কম ভোট পাব বুঝতে পারিনি। যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা তা রক্ষা করেননি বলে আজকে এমন পর্যায় ১৪ দলের।

লাঙ্গল প্রতীকে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এর আগেও আমি এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি। আবার জনগণ আমার উপর আস্থা রেখেছেন। সবসময় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি আমি৷

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।