ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গঙ্গা বিলাস রিভার ক্রুজ একটি ঐতিহাসিক অগ্রগতি: প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
গঙ্গা বিলাস রিভার ক্রুজ একটি ঐতিহাসিক অগ্রগতি: প্রণয় ভার্মা

ঢাকা: গঙ্গা বিলাস রিভার ক্রুজ একটি ঐতিহাসিক অগ্রগতি। এটি ভারত ও বাংলাদেশ এবং দুই দেশের জনগণকে সংযুক্ত করতে নদীগুলোর শক্তিকে প্রদর্শন করে।

বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ এমভি গঙ্গা বিলাস শনিবার (৪ ফেব্রুয়ারি) মোংলা বন্দরে পৌঁছালে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। তারা রিভার ক্রুজটির যাত্রীদের স্বাগতও জানান।

ভারতীয় হাইকমিশন আরও বলেন, গঙ্গা বিলাস রিভার ক্রুজ সুন্দরবনসহ ভারত ও বাংলাদেশ উভয়ের ঐতিহ্য এবং ইকোট্যুরিজমের নতুন সম্ভাবনা উন্মোচন করবে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৩ জানুয়ারি ভারতের বারানসি থেকে এমভি গঙ্গা বিলাসের সূচনা করেন। ভারত ও বাংলাদেশের মধ্যে রিভার ক্রুজ পর্যটন বাড়ানোর প্রচেষ্টার নিদর্শন এটি। এর যাত্রায় ক্রুজটি বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য ও সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে জানার একটি অনন্য সুযোগ দেয়।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
টিআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।