ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আ.লীগ নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ইডেনছাত্রী!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
আ.লীগ নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ইডেনছাত্রী! মোনায়েম হোসেন জেমস

সিরাজগঞ্জ: বিয়ের প্রলোভনে ঢাকার ইডেন কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোনায়েম হোসেন জেমসের বিরুদ্ধে।

এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বাও হন।

রোববার (৫ ফেব্রুয়ারি) মোনায়েম হোসেন জেমসের বিরুদ্ধে এসব অভিযোগ এনে ঢাকার লালবাগ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কলেজছাত্রী। এতে প্রধান আসামি করা হয়েছে মোনায়েম হোসেন জেমসকে। এছাড়া মোনায়েমের ভাই ও বাবাকেও আসামি করা হয়েছে।

মোনায়েম হোসেন তাড়াশ উপজেলার হেমনগর গ্রামের মো. আব্দুল ওহাবের ছেলে। তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্তমান সদস্য।  

মামলার বাকি আসামিরা হলেন, মোনায়েম জেমসের বাবা আব্দুল ওহাব ও ভাই জাকির হোসেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ভিকটিমের মেডিকেল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, ঢাকায় ইডেন কলেজে পড়াশোনা করা অবস্থায় বাদীর (কলেজছাত্রী) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন আওয়ামী লীগ নেতা সম্পাদক মোনায়েম হোসেন জেমস। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে বাদীকে লালবাগের রসুলবাগের একটি ভাড়া বাসায় একাধিকবার নিয়ে ধর্ষণ করেন মোনায়েম। এ অবস্থায় বাদী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন।  

বিষয়টি জেমসকে জানালে তিনি বাচ্চা নষ্ট করার জন্য চাপ দেন। বাধ্য হয়ে নির্যাতিতা নারী বিষয়টি জেমসের বাবা- ভাইকে জানান। কিন্তু তারাও বাচ্চাটি নষ্ট করার কথা বলে বিয়ের আশ্বাস দেন। কিন্তু বিয়ে না দিয়ে কৌশলে গত ৩ ফেব্রুয়ারি মোনায়েম হোসেন জেমসের সঙ্গে অন্য একটি মেয়ের বিয়ে দেন।  

বিষয়টি জানতে পেরে ৫ ফেব্রুয়ারি ঢাকার লালবাগ থানায় মামলা দায়ের করেন ওই কলেজছাত্রী।

মামলা ও অভিযোগের বিষয়ে মোনায়েম হোসেন জেমসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়।  

এ বিষয়ে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার বলেন, মোনায়েম হোসেন জেম্স উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে বলে আজকেই শুনেছি। বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে পরামর্শ করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।