ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গ্রেফতার মামুন খাঁ

নড়াইল: ধর্ষণ মামলায় মামুন খাঁ (৪০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩ এর সদস্যদের সহয়তায় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোরে তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

গ্রেফতার মামুন কালিয়া উপজেলার নড়াগাতি থানার দক্ষিণ বিলাফর গ্রামের এজ্জেদ খাঁয়ের ছেলে।  
 
পুলিশ সূত্রে জানা গেছে, মামুনের নামে ২০০৭ সালে নড়াগাতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়। ওই মামলায় গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পান তিনি। পরে আদালতে আর হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরবর্তীকালে তার অনুপস্থিতে আদালতে বিচারকার্য সম্পন্ন হয়। আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
 
নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা জানান, জামিনে মুক্তি পেয়ে মামুন দেশের বিভিন্ন এলাকায় বারবার স্থান পরিবর্তন করে পালিয়ে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর সহয়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নড়াইলে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।