ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৫ নেতাকর্মীকে সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৫ নেতাকর্মীকে সহায়তা

নোয়াখালী: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নোয়াখালীর চাটখিল উপজেলার অসহায় ১৫ জন দলীয় নেতাকর্মীর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খিলপাড়া ইউনিয়নের নয়নপুরে নিজ বাড়িতে অসহায় ও নির্যাতিত দলীয় নেতাকর্মীদের হাতে এ অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম।

এসময় চাটখিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লা পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।  

অনুষ্ঠানে উপজেলার ১৫ জন নেতাকর্মীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে সাত লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।    

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বলেন, প্রধানমন্ত্রী আপনাদের দুঃখ ও কষ্টের কথা শুনে নিজ ত্রাণ তহবিল থেকে এই টাকা দিয়েছেন। আপনারা প্রধানমন্ত্রীর জন্য অনেক বেশি দোয়া করবেন। তিনি যেন ভবিষ্যতে আপনাদের দুঃখ, কষ্টের সময় পাশে থেকে আরও বেশি সাহায্য সহযোগিতা করে যেতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।