ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘প্লাস্টিকের যত্রতত্র ব্যবহারে সামুদ্রিক দূষণ বাড়ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
‘প্লাস্টিকের যত্রতত্র ব্যবহারে সামুদ্রিক দূষণ বাড়ছে’ ছবি: সংগৃহীত

কক্সবাজার: অতিরিক্ত প্লাস্টিক দ্রব্যের ব্যবহারের কারণে সামুদ্রিক দূষণ মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। এজন্য প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন তারা।



শনিবার (১০ ফেব্রুয়ারি) কক্সবাজার সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বাংলাদেশে সমুদ্র বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ৫০ বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের যৌথভাবে আয়োজিত এ সেমিনারে আলোচকরা এ মন্তব্য করেন।

সেমিনারে সমুদ্র গবেষকরা জানিয়েছেন মানুষের ব্যবহার্য্য শত শত টন অপচনশীল প্লাস্টিক সাগরে চলে যাচ্ছে। জেলেদের জালে আগামীতে মাছের চেয়ে প্লাস্টিকই বেশি উঠে আসবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।

অনুষ্ঠানে ‘বাংলাদেশে সমুদ্রবিজ্ঞান শিক্ষা ও গবেষণা: অর্জন, চ্যালেঞ্জস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড এবং বাংলাদেশের মেরিটাইম গভর্নেন্স’ শীর্ষক কি-নোট স্পিচ উপস্থাপন  করেন যথাক্রমে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গবেষণক সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ নানা শ্রেণী-পেশার প্রতিনিধি অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।