ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে ১৮ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
সাতক্ষীরা সীমান্তে ১৮ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২ কেজি ৯৯ গ্রাম ৫২০ মিলিগ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ পাচু সরকার (৫২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাটা নামক স্থান থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটক পাচু সরকার বলদঘাটা গ্রামের দুর্গা চরণ সরকারের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটা নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় একটি প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। আটক স্বর্ণের বারের মূল্য ১ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৪৯২ টাকা।

তিনি আরও জানান, আটক পাচু সরকারকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ