ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে ৫ ঘণ্টার নবজাতকের জন্মসনদ নিয়ে হাজির ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
নাজিরপুরে ৫ ঘণ্টার নবজাতকের জন্মসনদ নিয়ে হাজির ইউএনও

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জন্মের পাঁচ ঘণ্টার মধ্যেই নবজাতকের জন্মসনদ নিয়ে হাজির হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান।  

রোববার (১২ ফেব্রুয়ারি) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে ঘটনাটি ঘটে।

 

জানা গেছে, ওই গ্রামের আক্তারুজ্জামানের স্ত্রী সাবিনা ইয়াসমিন রোববার সকাল ১১টার দিকে একটি কন্যা সন্তান জন্ম দেন। কন্যা সন্তানটি জন্মের পাঁচ ঘণ্টার মধ্যে বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা ওই নবজাতক ও তার মায়ের কাছে ফুল ও নবজাতকটির জন্মসনদ নিয়ে হাজির হন ইউএনও সঞ্জীব কুমার দাস ও ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান, ইউপি সচিব মো. নুরুল ইসলাম ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। নবজাতকটির জন্য আর্থিক সাহায্য ও দুগ্ধজাত খাবারও দেওয়া হয়।  

এ ইউনিয়নের চেয়ারম্যান জানান, গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে একই ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামের মাহাবুব শেখের জন্ম নেওয়া কন্যার সনদ জন্মের ১৭ ঘণ্টার মধ্যে শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয় গ্রাম পুলিশের কাছ থেকে পাওয়া জন্ম তথ্যের মাধ্যমে তাদের ওই সনদ প্রস্তুত করা হয়েছে।  

তিনি আরও জানান, জন্ম ও মৃত্যুসনদ পেতে যাতে ভোগান্তি না হয়, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।