ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফুলছড়ি থেকে চুরি যাওয়া ১৬ মহিষ মিলল গোবিন্দগঞ্জে, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
ফুলছড়ি থেকে চুরি যাওয়া ১৬ মহিষ মিলল গোবিন্দগঞ্জে, আটক ১

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে চুরি হওয়া ১৬টি মহিষ জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় আলতাব হোসেন (৫০) নামে এক চোরকে আটক করা হয়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার থেকে মহিষগুলো উদ্ধার করা হয়।

আটক আলতাব ওই ইউনিয়নের সাপমারা উত্তর পাড়া গ্রামের চৌরা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রোববার (১২ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ভজনডাঙ্গা গ্রামের জাকাত আলীর ছেলে আব্দুর রহিমের খামার থেকে ১৬টি মহিষ চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরদিন বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) আবু ইলিয়াস জিকু। সঙ্গে ছিলেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী। এ সময়  আলতাব নামে এক চোরসহ চুরি যাওয়া ১৬টি মহিষ উদ্ধার করা হয়।

সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত অপর চোরদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।