সিলেট: সিলেট নগরের শিবগঞ্জ গোলাপবাগের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গোলাপবাগ ৪৫ নম্বর বাসায় আগুন লাগার এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সকালে হঠাৎ করে টিনশেডের বাসাটিতে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে নগরের তালতলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসার বাসিন্দারা কেউ হতাহত হননি।
বাসার ভাড়াটিয়া আব্দুল জলিল বলেন, আগুনে তার দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
আরেক ভাড়াটিয়া হামিদা বেগম বলেন, তিনি কাপড় সেলাইয়ের কাজ করেন। অগ্নিকাণ্ডে তার মেশিনসহ বেশকিছু কাপড় পুড়ে গেছে। সবমিলিয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে তার।
অবশ্য ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, আগুন লাগার ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি হতে পারে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে দুটি ইউনিট নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এনইউ/এসএম