ঢাকা: রাজধানীর গুলশান থানাধীন শাহজাদপুর এলাকার একটি ভবনে লাগা আগুন চার ঘণ্টার চেষ্টায় নিভিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে।
রাতে এ তথ্য জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার।
তিনি জানান, আগুনের সংবাদ পাওয়া গেছে মূলত সন্ধ্যা ৬ টা ৫৯ মিনিটে। ধাপে ধাপে মোট ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এখনো নির্বাপনের ঘোষণা দেওয়া হয়নি। ফায়ার সার্ভিসের লোকজন সেখানে কাজ করছেন। কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে জানা যাবে।
বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এজেডএস/এসআই