ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নদীতে টিকটক করতে গিয়ে প্রাণ হারালেন যুবক 

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
নদীতে টিকটক করতে গিয়ে প্রাণ হারালেন যুবক 

টাঙ্গাইল: টাঙ্গাইলে টিকটক করার সময় পৌলী নদীতে ডুবে অপু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত অপু টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামের ফজর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে হাতিলা থেকে পাঁচ থেকে ছয় যুবক নওগাঁ পৌলী নদীর পাড়ে টিকটক করতে আসেন। এ সময় টিকটক করার জন্য সবাই একসঙ্গে নদীতে ডুব দেন। একপর্যায়ে অপু পানিতে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তার মরদেহ উদ্ধার করে।  

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইদ্রিস মিয়া বলেন, স্থানীয়রা হটলাইন নাম্বার থেকে কল করলে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।