ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ঝিনাইদহে ১০টি স্বর্ণের বারসহ আটক ১ ফাইল ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সিমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ আব্দুল হাদি (৩৬) নামে এক পাচারকারীকে আটক করেছে ৫৮ বিজিবি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ওই উপজেলার যাদবপুর সিমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল হাদি যশোর জেলার র্শাশা উপজেলার সালকোন গ্রামের শামছুর রহমানের ছেলে।

মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন খবরে জানতে পারি মহেশপুর উপজেলার যাদবপুর সিমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতি ৫৮ বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল হাদিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।