ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সালথায় আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
সালথায় আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ 

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলছিল মারিয়া আক্তার ওরফে মাবিয়া (২৪) নামে এক গৃহবধূর মরদেহ।  

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের চরপাড়া নামক এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

মাবিয়া ওই এলাকার হাফিজুল শেখের স্ত্রী।  

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রাতের কোনো এক সময়ে বাবার বাড়ির টিনের বসতঘরের একটি রুমের মধ্যে আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়দের দাবি।  

এলাকাবাসী জানান, একটি ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়িয়েছিলেন মাবিয়া। এর সূত্র ধরে পরকীয়া প্রেমিক তার গোপন ভিডিও তার স্বামীকে বলে দেওয়ার ভয় দেখাচ্ছিলেন। এ নিয়ে একাধিকবার ঝামেলা হয়েছিল তাদের মধ্যে।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে সালথা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮ ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।