জামালপুর: বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থকরা।
শুক্রবার (৩ মার্চ) সকাল ১০টায় সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজারের জিকে প্লাজায় এ শোভাযাত্রা শুরু হয়।
শুক্রবার সকালে আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমানের আয়োজনে- সমর্থক গোষ্ঠীর সদস্য সচিব রুকন, যুগ্ম আহবায়ক সাইদ মাহমুদ, মামুন, সদস্য মেসি রুবেল, সুরুজ্জামসহ ২ শতাধিক আর্জেন্টিনার সমর্থকরা এ শোভাযাত্রায় অংশ নেন।
মাসুদুর রহমান রাজধানীর তেজগাঁও কলেজের অনার্স ৩য় বর্ষের ইসলামের ইতিহাস বিভাহের শিক্ষার্থী। তিনি কাতার বিশ্বকাপ খেলায় আর্জেন্টিনার ১০৬০ পতাকা নিয়ে র্যালি, আর্জেন্টিনার প্রতিটি খেলায় খাবারের আয়োজনসহ প্রায় ৫ লাখ টাকা খরচ করেছেন। ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ৫ গরু জবাই দিয়ে জামালপুর বাসিকে মিল্লি ভাত খাওয়াবে।
শোভাযাত্রা অংশ নেওয়া ব্রাজিলের সমর্থক আবির জানান, যদিও আমি ব্রাজিল সমর্থক। বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় আমি আনন্দিত। আর এ আনন্দে শোভাযাত্রায় অংশ নেওয়া। আর্জেন্টিনার আরেক সমর্থক মেসি রুবেল বলেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে আমরা সরিষাবাড়ীবাসী খুব খুশি হয়েছি।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এসএম