কক্সবাজার: নিয়ন্ত্রণে এসেছে কক্সবাজারের উখিয়ায় বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের আগুন। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার (৫ মার্চ) এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের এ ঘটনায় রোহিঙ্গা শিবিরের কতগুলো ঘর-বাড়ি পুড়েছে, তার নির্দিষ্ট কোনো হিসাব পাওয়া যায়নি।
তবে, উখিয়া থানা পুলিশের ধারণা, আগুনের এ ঘটনায় রোহিঙ্গাদের সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (৫ মার্চ) দুপুর আড়াইটায় উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-ব্লকে আগুনের ঘটনা ঘটে। সেটি নিয়ন্ত্রণে আসে বিকেল সোয়া পাঁচটার দিকে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, দুপুর আড়াইটায় উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-ব্লকে হঠাৎ করে আগুনের ঘটনা ঘটে পরে ১০ ও ১২ নম্বর আশ্রয় শিবিরেও আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে কক্সবাজার সদর, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের সহায়তা চাওয়া হয়। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের উৎস কি, সে সম্পর্কেও এখনও নিশ্চিত নয় পুলিশ।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, এক রোহিঙ্গা কিশোরকে পুলিশ দেশলাইসহ আটক করেছে। তাকে অনেকেই ঘরে আগুন দিতে দেখেছেন। পুলিশি জিজ্ঞাসাবাদে এ ঘটনায় পরিকল্পিত নাকি নাশকতামূলক নিশ্চিত হওয়া যাবে।
উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) সরওয়ার কামাল জানিয়েছেন, তারা ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই হাজার ঘর-বাড়ি পুড়ে গেছে। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
এমজে