ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে সংঘর্ঘের ঘটনায় ৬ মামলায় গ্রেফতার ৮১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
পঞ্চগড়ে সংঘর্ঘের ঘটনায় ৬ মামলায় গ্রেফতার ৮১

পঞ্চগড়: গত শুক্রবার (৩ মার্চ) পঞ্চগড়ে আহমেদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসাকে কেন্দ্র করে সংঘর্ঘ, হামলা ও ভাঙচুরের ঘটনায় পৃথক ছয় মামলায় ৮১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসব মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় সাড়ে সাত হাজার জনকে আসামি করা হয়েছে।

 

এর মধ্যে রোববার থেকে সোমবার (৬ মার্চ) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মোট ৮১ জনকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার (৬ মার্চ) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে গত শুক্রবার (৩ মার্চ) পঞ্চগড়ের আহমেদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সংঘর্ঘ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের দুজন নিহত হন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দুলাল উদ্দীন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।