ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এবছরও ভালো ব্যবস্থাপনায় হজ হবে: ধর্ম প্রতিমন্ত্রী

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
এবছরও ভালো ব্যবস্থাপনায় হজ হবে: ধর্ম প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, গত বছরের মতো এবছরও ভাল ব্যবস্থাপনায় হজ হবে। গত বছর যারা হজ করেছেন তারা বলেছেন এতো ভাল ব্যবস্থাপনায় হজ অতীতে হয়নি।

গত বছরের মত করতে পারলে সম্মানের সঙ্গে হাজিরা হজ পালন করতে পারবেন।  

বুধবার (৮ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, এটি বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। তবে রোজা আসলে দাম না বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তার পরেও কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন সময় চান্স খুঁজে নেন এবং দ্রব্যেমূল্য বৃদ্ধি করে। প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে কাজ করছেন বলেও জানান তিনি।

এর আগে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ট্রাস্টের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।