ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সজল গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সজল গ্রেপ্তার

খুলনা: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা নগরের সহ-সভাপতি রনবীর বাড়ৈ সজলকে মোংলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) গ্রেপ্তারের পর রাতে তাকে নিয়ে অভিযানে নামে পুলিশ।

পুলিশ ও গোয়েন্দা বিভাগের একাধিক সূত্রে জানা যায়, খুলনা নগরের ধর্মসভা রোডের বাসিন্দা রসময় বাড়ৈর ছেলে সজলকে মোংলার খাসেরডাংগা থেকে গ্রেপ্তার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার (২৮ ডিসেম্বর) সজল গ্রেপ্তারের ব্যাপারে ব্রিফিং করা হবে।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এমআরএম/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।