ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকায় বাসচাপায় ফাতেমা কাশেম ওরফে ওয়াফা (২৫) নামে শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে ফার্মগেট এলাকায় বেপরোয়া গতির একটি বাস ফাতেমাকে ধাক্কা দিয়ে ফেলে পা পিষে দেয়।
ফাতেমা বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
জানা গেছে, সকাল ৯টার দিকে তার মেডিকেল কলেজের ক্যাম্পাসে যেতে ফার্মগেটের আল-রাজি হাসপাতাল সংলগ্ন সড়কের পাশে রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন ফাতেমা। কিছু বুঝে ওঠার আগেই এলাইক পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন।
এরপর চালক তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেন। পরে পথচারীরা তাকে ধরাধরি করে পঙ্গু হাসপাতালে পাঠান।
হাসপাতাল সূত্র জানায়, ফাতেমার কোমরের হাড় ভেঙে চার টুকরা হয়ে গেছে। তার ডান উরুর হাড়ও ভেঙেছে এবং দুই পা থেঁতলে গেছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, দুর্ঘটনার পর জনতার সহায়তায় চালককে আটক ও এলাইক পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ফাতেমার বাবা আবুল কাশেম বাদী হয়ে বাসচালকের নামে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
পিএম/এসআই