ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বৃদ্ধের পেয়ারা বাগানে মিলল ২০১ গাঁজা গাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
বৃদ্ধের পেয়ারা বাগানে মিলল ২০১ গাঁজা গাছ

ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়ায় অভিযান চালিয়ে ২০১টি গাঁজা গাছসহ রমেন ব্যাপারী (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ।  

শনিবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের বেপারী বাড়ির পেয়ারা বাগান থেকে গাঁজা গাছগুলো উদ্ধার করা হয়।

 

আটককৃত রমেন ওই এলাকার মৃত. গণেশ ব্যাপারীর ছেলে। নিজের পেয়ারা বাগানে গাঁজার চাষ করছিলেন রমেন।

কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এসময় পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের ব্যাপারী বাড়ির পেয়ারা বাগান থেকে ২০১টি গাজাগাছ উদ্ধার করা হয়। সেই সঙ্গে গাঁজাচাষি রমেন ব্যাপারীকেও আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।  রমেনকে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।