ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‌্যালি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
নেত্রকোনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‌্যালি 

নেত্রকোনা: ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


এ সময় র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও প্যানেল মেয়র এস এম মহসিন আলম।
 
পরে নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোণার সহকারী পরিচালক ওসমান গনীসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।