ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বেপরোয়া গতি, প্রাণ গেল বাইকারের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
সিরাজগঞ্জে বেপরোয়া গতি, প্রাণ গেল বাইকারের 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সোহান (১৯) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা দুজন।

শুক্রবার (১৭ মার্চ) সকালে বেলকুচি-বানিয়াগাঁতী আঞ্চলিক সড়কের বানিয়াগাঁতী নতুনপাড়া কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান একই উপজেলার বওরা পশ্চিম পাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।  

আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।  

বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন জানান, সোহানসহ তিনজন দ্রুতগতির একটি মোটরসাইকেলে করে বানিয়াগাঁতী কবরস্থান এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান সোহান। এতে গুরুতর আহত হন অপর দুই আরোহী। এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের ঢাকায় পাঠানো হয়।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।