ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় সীমান্তে মিলল ৩টি স্বর্ণের বার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
চুয়াডাঙ্গায় সীমান্তে মিলল ৩টি স্বর্ণের বার 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ছয়ঘরিয়া সীমান্তে ৩টি স্বর্ণের বার জব্দ করেছে চুয়াডাঙ্গা বিজিবি-৬।  

শুক্রবার (১৭ মার্চ) বেলা ১২টার দিকে সুলতানপুর বিওপির ছয়ঘরিয়া গ্রাম থেকে এ স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে- এমন গোপন সংবাদে ছয়ঘরিয়া গ্রামে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। সীমান্ত পিলার ৭৭/৬-আর থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভীতরে ছয়ঘড়িয়া গ্রামের বাঁকা মোড় এলাকায় রাস্তার পাশে অবস্থান করে। এ সময় মোটরসাইকেলযোগে একজন ব্যক্তিকে বাঁকা মোড় এলাকা দিয়ে ঝাঝাডাঙ্গা হয়ে সীমান্তের দিকে যেতে দেখলে সন্দেহ হয়। বিজিবির সশস্ত্র টহলদল মোটরসাইকেল আরোহীকে চ্যালেঞ্জ করে ধাওয়া করলে আরোহী মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি করলে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮১৭ গ্রাম (৭০ ভরি) ওজনের ছোট বড় ৩টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত মোটরসাইকেল ও স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মুল্য ৬৮ লাখ টাকা।

তিনি আরও জানান, এ ব্যাপারে নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করে জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।