ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে আইনগত সহায়তা বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
শরীয়তপুরে আইনগত সহায়তা বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়ায় সরকারি খরচে আইনগত সহায়তা, বিকল্প বিরোধ নিষ্পত্তি ও আইনগত পরামর্শ প্রদান বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৮ মার্চ) সকালে নওপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মুন্সির সভাপতিত্বে ও সহকারী জজ মো. সালাউদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

আইনের ওপর আলোচনা করেন বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. খালেদ মিয়া।

বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, চরআত্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনায়েত উল্লাহ মুন্সী, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সহধর্মিণী পারভীন হোসেন, ফয়জুল হাসান বাদল মুন্সী, মো. রাফিক উল্লাহ মুন্সী, লিপি মুন্সী, আদিল আহমেদ মুন্সী, মিজানুর রহমান শামীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।