ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোংলায় ড্রেজারের পাখায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
মোংলায় ড্রেজারের পাখায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু 

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় পশুর নদীতে ড্রেজার থেকে পড়ে নাঈম দেওয়ান (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  
শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টায় ওই ড্রেজারের পাখায় জড়িয়ে থাকা নাঈমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

 
এর আগে বিকেলে ড্রেজারের পাখা পরিষ্কার করার সময় হঠাৎ করে পাখাসহ বন্দরের ৫ নম্বর জেটি সংলগ্ন পশুর নদীতে পরে যান নাইম। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় বন্দর কর্তৃপক্ষ।

নিহত নাঈম দেওয়ানের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তিনি জেড কোম্পানির ‘সিএসডি বোখারি’ নামের একটি ড্রেজারে কাজ করতেন।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ফায়ার স্টেশন কর্মকর্তা মো. আরদেশ আলী বলেন, বিকেলে  ড্রেজারের পাখা পরিষ্কার করার সময় হঠাৎ তার গায়ে পাখাটি খুলে পড়লে তিনি নদীতে ছিটকে পড়েন। পরে অনেক খোঁজ করেও সন্ধান মেলেনি তার। খবর পেয়ে আমরা সন্ধ্যা ৭টা থেকে উদ্ধার কাজ শুরু করি। পরে রাত সাড়ে ৮টায় ড্রেজারের পাখায় জড়ানো অবস্থায় নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। নাঈমের মরদেহ মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।