ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
নড়াইলে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: সংগৃহীত

নড়াইল: পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে মুরগি, মিষ্টি ও মুদি দোকানসহ নড়াইলে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিক মূল্য, নোংরা পরিবেশ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানগুলোকে ২৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সদরের মাদরাসা বাজার ও লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিকের নেতৃত্বে আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেসার্স ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা, মেসার্স রুমান স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ২ হাজার টাকা, মেসার্স মোল্যা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মেসার্স সবুজ পোল্ট্রি ভান্ডারকে ২ হাজার টাকা, মেসার্স বিসমিল্লাহ হাউজকে ২ হাজার একশ টাকা, মেসার্স ফ্রেন্ডস বেকারিকে ৩ হাজার টাকা, মেসার্স আকমান স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স মোমিন এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা ও মেসার্স ঘোষ মিষ্টান্ন অ্যান্ড ঘৃত ছানা ভান্ডারকে ১০ হাজার টাকাসহ মোট ২৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।