ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামিনে বেরিয়ে আদালত প্রাঙ্গণেই মৃত্যুর কোলে আসামি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
জামিনে বেরিয়ে আদালত প্রাঙ্গণেই মৃত্যুর কোলে আসামি!

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জালয়াতি মামলায় জামিনে বের হয়ে আদালত প্রাঙ্গণেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জালাল নামে এক আসামি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে আদালত জালালকে জামিন দেন।

এর আগে বুধবার (২৯ মার্চ) তাকে গ্রেফতার করে আড়াইহাজার থানা পুলিশ।

জানা যায়, আসামি জামিন পেয়ে আদালত থেকে বের হয়েই অসুস্থ হয়ে পড়লে তার ছেলে পুলিশের সহায়তায় তাকে শহরের ৩০০ শয্যা খানপুর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আসামিকে আড়াইহাজার থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। সেখানে সে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেয়। পরে বের হয়ে সে অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে তার ছেলের সঙ্গে পুলিশ সদস্য ও লেগুনা ঠিক করে দেই। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এমআরপি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।