ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
শ্রীপুরে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

মাগুরা: জাতীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্ধোধন করা হয়।

কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ্ দেওয়ান।

এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান মো. আবদুস সবুর প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, মেডিসিন কনসালটেন্ট ডা. জুলি চৌধুরী, এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. সোহেল আশরাফ, সার্জারি কনসালটেন্ট ডা. ফেরদৌস রায়হানসহ চিকিৎসক, সাংবাদিক, নার্সরা।

প্রধান অতিথি ডা. শহীদুল্লাহ্ দেওয়ান জানান, বৈকালিক স্বাস্থ্যসেবায় সেবাদানকারী চিকিৎসকরা সরকার নির্ধারিত ফি গ্রহণ করবেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সব বিষয়ের বিশেষজ্ঞ কনসালটেন্টের শূন্যপদ পূরণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।