ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদক মামলায় ১৪ বছর কারাদণ্ড প্রাপ্ত আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
মাদক মামলায় ১৪ বছর কারাদণ্ড প্রাপ্ত আসামি আটক

ঢাকা: কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ১৪ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আবুল কালাম আজাদকে (৪২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩)। শনিবার (১ এপ্রিল) রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গোপণ তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার সদর থানার মাদক মামলায় ১৪ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদকে আটক করা হয়েছে।

তার নামে ২০১৪ সালে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য হেফাজতে রেখে বিক্রির দায়ে একটি মামলা হয়। কিন্তু আত্নগোপনে থেকে তিনি বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যায়। গ্রেফতারী পরোয়ানা জারীর পর তিনি ঢাকায় এসে ডেমরা এলাকায় আত্নগোপনে ছিলেন।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‌্যাব-৩ অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।