ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারালেন বাংলাদেশি বৃদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারালেন বাংলাদেশি  বৃদ্ধ

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে সুরুত আলম (৪৮) নামে এক বাংলাদেশি বৃদ্ধের বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।  

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪২ নম্বর সীমান্ত পিলারের ওপারে মিয়ানমারের পুরান মাইজ্যা নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

আহত সুরুত আলম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেরারমাঠ এলাকার বাসিন্দা।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, জ্বালানি কাঠ আনার জন্য সীমান্তে গেলে মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।  

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, খবর পেয়ে স্থানীয়রা আহত সুরুত আলমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।