ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অতিরিক্ত দামে পোশাক বিক্রি, ভোলায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
অতিরিক্ত দামে পোশাক বিক্রি, ভোলায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোলা: অতিরিক্ত দামে পোশাক বিক্রির অভিযোগে ভোলায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে জেলা শহরের সদর রোডে পোশাক হাউজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর ভোলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

তিনি জানান, পোশাক বিক্রিতে ৮০ শতাংশ লাভের প্রমাণ পাওয়ায় চন্দ্রবিন্দু পোশাক হাউজ ও বিন্দু ফ্যাশন হাউজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।