ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কয়েক মিনিটের দমকা হাওয়ায় দুই ঘণ্টা বিদ্যুৎহীন হবিগঞ্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
কয়েক মিনিটের দমকা হাওয়ায় দুই ঘণ্টা বিদ্যুৎহীন হবিগঞ্জ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবস্থিত শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গাছ পড়ে যাওয়ায় জেলা শহরে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।  

বুধবার (৬ এপ্রিল) দিনগত রাত পৌনে ১০টা থেকে ১২টা ৫৭ মিনিট পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আওতাধীন জেলা শহরে ৩৮ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিল।

এছাড়া জেলার ৯টি উপজেলায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরাও অন্ধকারে ছিলেন প্রায় এক ঘণ্টা।

রাত পৌনে ১০টায় কয়েক মিনিট ধমকা হাওয়া বয়ে গেলে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় রাত ১১টায় এবং বিপিডিবির এলাকায় রাত ১২টা ৫৭ মিনিটে সরবরাহ স্বাভাবিক হয়।

হবিগঞ্জ বিপিডিবির পক্ষ থেকে জানানো হয়, ঝড়ে শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গাছ পড়ে যায়। সেটি অপসারণ করে সরবরাহ স্বাভাবিক করতে দুই ঘণ্টা সময় লেগেছে।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।