বরিশাল: বরিশালে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগের মামলায় দপ্তরিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার (১১ এপ্রিল) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তাকে কারগারে প্রেরণের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন জিআরও (এসআই) মো. ফজলুল হক।
আনিচুর রহমান ফরাজী (৪০) বরিশাল সদর উপজেলার চরআইচা গ্রামের বাসিন্দা ও একই এলাকার এআর খান মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি।
গত ৬ এপ্রিল আট বছর বয়সী শিশু শিক্ষার্থীকে প্রাইভেট পড়ার সময় এআর খান মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ধর্ষণ করে দপ্তরি আনিচুর। এ অভিযোগে ৭ এপ্রিল শিশুর চাচা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় মামলা দায়ের করেন।
জিআরও ফজলুল হক বলেন, মামলা আসামি হিসেবে দপ্তরি আনিচুর আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আল ফয়সাল তাকে জেলে পাঠিয়েছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার ক্লাস শেষে বিকালে স্কুলের শ্রেণিকক্ষে দুই শিশুকে প্রাইভেট পড়াতে থাকেন আনিচুর। এক পর্যায়ে ওই শিশুকে একই পড়া দুইবার লিখতে দিয়ে অন্যজনকে পাঠিয়ে দেন তিনি। পরে শিশুটিকে ধর্ষণ করেন আনিচুর।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এমএস/ এসএম