ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে স্কুল দপ্তরি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে স্কুল দপ্তরি কারাগারে সংগৃহীত ছবি

বরিশাল: বরিশালে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগের মামলায় দপ্তরিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (১১ এপ্রিল) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তাকে কারগারে প্রেরণের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন জিআরও (এসআই) মো. ফজলুল হক।

আনিচুর রহমান ফরাজী (৪০) বরিশাল সদর উপজেলার চরআইচা গ্রামের বাসিন্দা ও একই এলাকার এআর খান মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি।

গত ৬ এপ্রিল আট বছর বয়সী শিশু শিক্ষার্থীকে প্রাইভেট পড়ার সময় এআর খান মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ধর্ষণ করে দপ্তরি আনিচুর। এ অভিযোগে ৭ এপ্রিল শিশুর চাচা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় মামলা দায়ের করেন।

জিআরও ফজলুল হক বলেন, মামলা আসামি হিসেবে দপ্তরি আনিচুর আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন।  বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আল ফয়সাল তাকে জেলে পাঠিয়েছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার ক্লাস শেষে বিকালে স্কুলের শ্রেণিকক্ষে দুই শিশুকে প্রাইভেট পড়াতে থাকেন আনিচুর। এক পর্যায়ে ওই শিশুকে একই পড়া দুইবার লিখতে দিয়ে অন্যজনকে পাঠিয়ে দেন তিনি। পরে শিশুটিকে ধর্ষণ করেন আনিচুর।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এমএস/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।