ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা: কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ফাতেমা বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মো. স্বপন মিয়ার মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি মো. স্বপন মিয়া আদালতের এজলাসে উপস্থিত ছিলেন না।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত স্বপন মিয়া কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

আইনজীবী মো. জাকির হোসেন জানান, কুমিল্লা নগরীর শাসনগাছা নুরুল ইসলাম কলোনির মোমেনা বেগমের বাসায় ভাড়া থাকতেন ফাতেমা বেগম। ২০০৬ সালে ফাতেমা বেগমকে বিয়ে করেন ভাঙাড়ি মালামাল বিক্রেতা মো. স্বপন মিয়া। পরিবারের নানা বিষয় নিয়ে প্রায়ই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এর মধ্যে ফাতেমার এক সন্তান আনিসুর রহমান পাটোয়ারি জন্ম নেয়। প্রতিনিয়ত ঝগড়া বিবাদের এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে ২০১২ সালের ১৯ আগস্ট রাত ৩টায় ঝগড়া করে ফাতেমা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে স্বপন পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।