ঢাকা: রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
শনিবার (১৫ এপ্রিল) ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৩ করা হয়েছে। এরপর ইউনিট আরও বাড়ানো হয়। এখন পর্যন্ত ২৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে ১২ প্লাটুন বিজিবি।
বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এজেডএস/জেডএ