ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

১০০ পরিবারকে ঈদ উপহার দিল ইউএসকেসিএডব্লিউএ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
১০০ পরিবারকে ঈদ উপহার দিল ইউএসকেসিএডব্লিউএ

ঢাকা: ঈদুল ফিতরকে কেন্দ্রে করে সুবিধা বঞ্চিত ১০০ দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউরিয়া সার কারখানা কলেজ এল্যামনাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন- (ইউএসকেসিএডব্লিউএ)।

শনিবার (১৫ এপ্রিল) নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর বাজারে সংস্থাটিত প্রধান কার্যালয়ের সামনে থেকে এসব পরিবারের মধ্যে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।

 

এসময় সংগঠনটির সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক কাজী ফরিদ আহমদ উপস্থিত ছিলেন।  

২০১৭ সালের পহেলা আগষ্ট ইউরিয়া সার কারখানার স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ইউএসকেসিএডব্লিউএ গঠিত হয়।  

প্রতিষ্ঠার পর থেকেই অসহায়, সুবিধাবঞ্চিত, দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বী করে তোলা, চিকিৎসা সহায়তা খাবার বিতরণ, জনস্বার্থে বিভিন্ন ইস্যুতে সচেতনতা বৃদ্ধির কাজ করে আসছে সংস্থাটি।  
জনসেবামূলক কার্যক্রমের পরিধি আরো বাড়ানো হবে বলে জানান সংগঠনের প্রধান উপদেষ্টা সাবরিনা সুলতানা ফ্লোরা। এজন্য সকলের সহযোগিতা চান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
ইএসএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।