ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সন্ধ্যা নামতেই ভিড় বাস টার্মিনালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
সন্ধ্যা নামতেই ভিড় বাস টার্মিনালে

ঢাকা: ঈদের আগের শেষ কর্মদিবস পার হতেই ভিড় জমেছে রাজধানীর বাস টার্মিনালে। সন্ধ্যা হতেই বাস কাউন্টারগুলোতে ছুটছেন ঘরমুখো মানুষ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় প্রতিটি বাস কাউন্টারেই দেখা গেছে মানুষের উপচেপড়া ভিড়।

দূরপাল্লার বেশিরভাগ বাসেরই অগ্রীম টিকিট বিক্রি হওয়ায় যাত্রীদের অপেক্ষা এখন শুধু বাড়ি ফেরার নির্ধারিত বাসে চড়ার। বাসে ঈদযাত্রা শুরুর প্রথমদিনে প্রায় সব গাড়িই সঠিক সময়ে নির্ধারিত স্টপেজ ছেড়ে যেতে দেখা গেছে।

তবে কিছু পরিবহনের তাৎক্ষণিক টিকিট কেটেই বাসে উঠতে পারছেন যাত্রীরা। এসব বাস সার্ভিসগুলোর হাঁকডাকে জমজমাট গাবতলী বাস টার্মিনাল এলাকা।

ঢাকা-যশোর রুটের শ্যামলী এন আর ট্রাভেলসের সামনে পরিবারসহ অপেক্ষারত বেসরকারি চাকরিজীবী আরেফিন। তিনি জানান, বেনাপোল যাওয়ার জন্য আগেই টিকিট কেটেছেন। রাত ১০টায় বাস ছাড়ার নির্ধারিত সময় হলেও যানজট এড়াতে ইফতারের পর পরই মহাখালীর বাসা থেকে রওনা দিয়েছেন। আগে চলে আসায় এখন কাউন্টারে অপেক্ষা করছেন।

আরেফিন আরও বলেন, সরকার বৃহস্পতিবার ছুটি ঘোষণা করায় ২ দিন আগেই বাড়ি যেতে পারছি। এবার কয়েকদিন ধরে মানুষ বাড়ি যাবে, তাই আশা করছি রাস্তায় যানজটের ভোগান্তিও কম হবে।

শ্যামলী এন আর ট্রাভেলস কাউন্টারের কর্মী সোহেল জানান, তাদের সকল বাসই সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। তাদের বাস পদ্মা সেতু হয়ে এবং আরিচা হয়ে দুই রুটেই যাচ্ছে। পদ্মা সেতু চালুর পর সাধারণত দক্ষিণবঙ্গে ঈদযাত্রায় ফেরির ভোগান্তি তেমন নেই। এছাড়া আগেভাগে মানুষ বাড়ি ফেরায় এবার সড়কে একসঙ্গে তেমন চাপ পড়বে না।

এদিকে, ঢাকা-বগুড়া রুটের সোনারতরী পরিবহনের কাউন্টারের সামনে টিকিট বিক্রির জন্য হাঁকডাক দিচ্ছিলেন শরীফ। তিনি জানান, বাসের কিছু সিট ফাঁকা আছে, সেসব বিক্রি করা হচ্ছে। আজ থেকে মূলত মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে, আগামী ২-৩ দিনই এমন ভিড় থাকবে।

ঢাকা-রংপুর রুটের নাবিল পরিবহনের টিকিট কেটে কাউন্টারের সামনে অপেক্ষা করছিলেন ফরিদ রায়হান নামের এক বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, আমাদের উত্তরবঙ্গে বাসে বাড়ি যাওয়া সব ঈদেই চ্যালেঞ্জিং। তবে এবার আগে-ভাগে বাড়ি যেতে পারায়, আশা করছি তেমন ভোগান্তি হবে না। টিকিট কেটেছি আগেই, এখন ঠিকঠাক বাড়ি যেতে পারলেই হয়।

ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটের চাঁপাই এক্সপ্রেসের যাত্রী রাজীব জানান, বাস স্টপেজে দাঁড়ানোই ছিল। এসে টিকিট কেটে উঠে পড়েছেন। তার এখন শুধু বাড়ি ফেরার অপেক্ষা।

এদিকে, রাজীবের মতো লাখ লাখ ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে টার্মিনালের সামনে পুরো সড়কজুড়েই দায়িত্ব পালন করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া ট্রাফিক পুলিশের সদস্যরা গাড়ির চলাচল ও পার্কিং নিয়মমাফিক করতে নানা নির্দেশনা দিচ্ছেন। নির্ধারিত স্থান ছাড়া যাত্রী উঠিয়ে যাতে যানজট সৃষ্টি করতে না পারে সেদিকেই নজর তাদের।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
পিএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।