ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় পিকআপভ্যান দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
নগরকান্দায় পিকআপভ্যান দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুকদিয়া এলাকায় একটি পিকআপভ্যাপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপভ্যানে থাকা অপর পাঁচজন।

 

বুধবার (১৯ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- বরিশালের কাউনিয়া থানার শাপানিয়া এলাকার ছাত্তার আকনের ছেলে নান্টু আকন (৬০)।  

আহতরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম উপজেলার আব্দুল হাইয়ের ছেলে হৃদয় (২৮), একই জেলার গোইট্টা গ্রামের রশিদ হাওলাদারের ছেলে মো. তারেক (৩৫), বরিশালের এয়ারপোর্ট থানার কোলচার এলাকার নবাব আলী হাওলাদারের ছেলে মো. রাজ্জাক (৪৫), একই জেলার শাহপরান এলাকার মো. জামালের ছেলে সাজ্জাদ (৩০) ও বাগেরহাটের মোল্লার হাঁট উপজেলার কাহালপুর এলাকার সোলেমান শেখের ছেলে চুন্নু শেখ (৪০)।  

হতাহতরা সবাই গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে একটি পিকআপভ্যান গরু কেনার উদ্দেশে ফরিদপুরে আসছিল। পথে ঝাটুকদিয়া এলাকায় এসে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি কাঁঠাল গাছে ধাক্কা লাগলে ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।