ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটুরিয়ায় স্বস্তিতে নৌপথ পার হচ্ছে ঈদে ঘরমুখো মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
পাটুরিয়ায় স্বস্তিতে নৌপথ পার হচ্ছে ঈদে ঘরমুখো মানুষ

মানিকগঞ্জ: প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষ স্বস্তিতে পাটুরিয়া ঘাট হয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছে। যাত্রীবাহী পরিবহন কম থাকায় অধিকাংশ ফেরি অলস সময় পার করছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ফেরি এলাকায় জিরো পয়েন্টে কোনো যানবাহনের দেখা মেলেনি। ঘাট এলাকায় যাত্রীবাহী পরিবহনগুলো আসা মাত্রই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে তবে কাটা গাড়ির (লোকাল) কিছুটা চাপ রয়েছে।  

বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, সকাল থেকেই যানবাহনের তেমন চাপ নেই পাটুরিয়া ঘাট পয়েন্টে তবে কাটা গাড়ির যাত্রীর পার হচ্ছে ফেরিতে করে। যাত্রীবাহী পরিবহন না থাকায় অপেক্ষাকৃত অন্য যানবাহনগুলোকে পার করা হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপারের জন্য ১৭টি ফেরি নিয়োজিত আছে এবং বাকি ফেরিগুলো অলস সময় পার করছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।