ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় দুই কোটি ৮৮ লাখ টাকা টোল আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় দুই কোটি ৮৮ লাখ টাকা টোল আদায়

সিরাজগঞ্জ: ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪২ হাজার ৩৬৫টি যানবাহন পারাপার করেছে। বিপরীতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা।

 

শুক্রবার (২১ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (১৯ এপ্রিল)) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উল্লেখিত টোল আদায় হয়েছে।  

তিনি আরও জানান, সেতুর পূর্ব টোল প্লাজায় ২৭ হাজার ৩৫৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা। পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ২০ লাখ ১২ হাজার ৯০০ টাকা।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।